Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক কর্মসূচী

উপজেলা পরিষদ

সাটুরিয়া, মানিকগঞ্জ।

 

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া  উপজেলা পরিষদের নভেম্বর/২০১৫ মাসের মাসিক সাধারন সভার কার্যবিবরণীঃ অধিবেশনঃ- ২২

সভার তারিখঃ  ২৪/১১/২০১৫ খ্রিঃ।

সময় : বেলা ১১.৩০ ঘটিকা                         

স্থানঃ উপজেলা পরিষদ মিলনায়তন।                                      

সভাপতিঃ জনাব মোঃ বসির উদ্দিন ঠান্ডু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সাটুরিয়া, মানিকগঞ্জ।

সভায় উপস্থিত সদস্যবৃন্দের তালিকা: পরিশিষ্ট ‘ক’ / অনুপস্থিত সদস্যবৃন্দের তালিকা পরিশিষ্ট ‘খ’’ দ্রষ্টব্য।

সভাপতি  উপস্থিত সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরম্ন করেন। সভায় নিম্ন বর্ণিত আলোচনা ও সিদ্ধামত্ম গৃহীত হয়। 

 

এজেন্ডা নং

এজেন্ডার বিষয়বস্ত্ত

আলোচনার সারসংক্ষেপ

সিদ্ধামত্ম

বাসত্মবায়নকারী কর্তৃপক্ষ

০১

গত সভার কার্যবিবরণী অনুমোদন

২৫/১০/২০১৫ তারিখে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী পাঠ করা হয়

কার্যবিবরনী দৃঢ় করার সিদ্ধামত্ম গৃহীত হয়।

 

০২

স্কীম বিষয়ক।

উপজেলা প্রকৌশলী সভাকে অবহিত করেন যে, ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় থোক বরাদ্দ হিসেবে ১ম ও ২য় কিসিত্মর বরাদ্দ পাওয়া গেছে। থোক বরাদ্দ ও উন্নয়ন তহবিল দ্বারা প্রকল্প বাসত্মবায়নের জন্য দ্রম্নত স্কীম নির্বাচন করা জরম্নরী। স্কীম নির্বাচনপূর্বক কাজ বাসত্মবায়ন শুরম্ন করতে বিলম্ব হলে এডিপি বাসত্মবায়নে জটিলতা দেখা দিবে। এছাড়া ২০১৫-১৬ অর্থবছরে এলজিইডির মাধ্যমে পাকা সড়ক মেরামতের জন্য ৫ টি রাসত্মার ঠিকাদার নির্বাচন করা হয়েছে। দ্রুত মেরামত কাজ শুরম্ন হবে। সংশিস্নষ্ট সকল ইউপি চেয়ারম্যানবৃন্দদের সহযোগিতা করার জন্য অনুরোধ করেন

ইউপি চেয়ারম্যান হতে প্রাপ্ত এবং পরিষদে আলোচিত প্রকল্পসমূহ সমন্বিত করে উপজেলা প্রকল্প বাছাই কমিটির সভায় উত্তাপনের জন্য উপজেলা প্রকৌশলীকে অনুরোধ জানানো হয়।

উপজেলা প্রকৌশলী। সাটুরিয়া

০৩

মেরামত বিষয়ক

প্রকৌশলী আরো জানান যে, সাটুরিয়া উপজেলা পরিষদের চর্তুদিকে বাউন্ডারি ওয়াল না থাকায় পরিষদের ভিতর বাসাবাড়ী ও অফিসসমূহে চুরির প্রবনতা বৃদ্ধি পেয়েছে। তিনি জরম্নরী ভিত্তিতে বাউন্ডারী ওয়াল নির্মানের প্রসত্মাব করেন। এসময়ে বাউন্ডারী ওয়াল নির্মানের বিষয়ে সকলে একমত পোষন করেন এবং উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।

উপজেলা পরিষদের বাউন্ডারি নির্মানের জন্য প্রকল্প প্রসত্মাব প্রস্ত্তক করে মন্ত্রনালয়ে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন উপজেলা প্রকৌশলী।

উপজেলা প্রকৌশলী। সাটুরিয়া


 

০৪

 

 

 

 

 

উপজেলা প্রকৌশলী আরো জানান যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মানের জন্য অনলাইনে সার্ভে কাজ সমাপ্ত করা হয়েছে। যে সকল বিদ্যালয়ের ভবন ও কক্ষের সবল্পতা রয়েছে, সেসকল বিদ্যালয়ে অচিরেই ভবন নির্মানের অনুমোদন পাওয়া যাবে। এছাড়া  তিনি আরো জানান, মাননীয় প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় মহোদয়ের বিশেষ বরাদ্দ দ্বারা গৃহীত রাসত্মার কাজ বাসত্মবায়নের জন্য ঠিকাদার নির্বাচন করা হয়েছে।

 

 

 

 

 

 

 

০৫

সার উত্তোলন ও ডিলার বিষয়ক।

উপজেলা কৃষি কর্মকর্তা সভাকে অবহিত করেন যে, রবি মৌসুমে সারের চাহিদা বেশি দেখা দিতে পারে। কিছু খুচরা সারের ডিলার ঠিকমত সার উত্তোলন করে না এবং কিছু অবৈধ ডিলার রয়েছে। এদের বিরম্নদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করেন।

যেসকল সার ডিলার ও খুচরা ডিলার সময়মতো সার উত্তোলন করছেন না, তদমত্মপূর্বক তাদের লাইসেন্স বাতিলের উদ্যোগ নেয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়।

উপজেলা কৃষি অফিসার সাটুরিয়া।

০৬

মৎস্য বিক্রেতাদের লাইসেন্স বিষয়ক।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান যে, এখন হতে অন্যান্য দিবসের ন্যায় মৎস্য দিবস উদযাপিত হবে। এছাড়া লাইসেন্স বিহীন মৎস্য খাবার বিক্রেতাদের লাইসেন্স এর আওতায় আনার জন্য নির্দেশনা রয়েছে। এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন।

সংশিস্নষ্ট চেয়ারম্যানবৃন্দ স্ব স্ব ইউনিয়নের হাট বাজারে মৎস্য খাবার বিক্রেতাদের লাইসেন্স গ্রহনের বিষয়ে প্রচারনা চালাবেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান (সকল)।

০৭

 সংগঠক নিবদ্ধন বিষয়ক।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জানান যে, যুব সংগঠক এখন থেকে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবদ্ধন করা যাবে। এসংক্রামত্ম সরকারি গেজেট প্রকাশিত হয়েছে। তিনি সংশিস্নষ্টদের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

যুব সংগঠনের নিবন্ধনের বিষয়টি সকলকে অবহিত করার সিদ্ধামত্ম গৃহীত হয়। তবে নিবন্ধের পূর্বে অন্যান্য দপ্তরের সাথে সমন্বয় করার জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সাটুরিয়া।

০৮

 ইউনিয়নভিত্তিক আলোচনা:

(ক)

বরাইদ ইউনিয়ন

চেয়ারম্যান, বরাইদ ইউপি সভাকে অবহিত করেন যে, বরাইদ ইউপিতে ১ জন খুচরা সারের ডিলার জরম্নরী ভিত্তিতে নিয়োগ দেয়া প্রয়োজন। এ বিষয়ে চেয়ারম্যান, উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন।

বরাইদ ইউনিয়নে সারের খুচরা বিক্রয়ের ডিলারশীপ বিষয়ে তদমত্মপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন উপজেলা কৃষি অফিসার।

উপজেলা কৃষি কর্মকর্তা, সাটুরিয়া।

০৯

বিবিধ

সভায় উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ/প্রাণিসম্পদ/শিক্ষা/সমাজ সেবা/পরিসংখ্যান/পলস্নী উন্নয়ন/মাধ্যমিক শিক্ষা/পঃপঃ/সমবায়/খাদ্য/প্রকল্পবাসত্মবায়ন/মহিলা বিষয়ক/ আনসার বিডিবি বিভাগের কর্মকর্তাগন তাদের দপ্তরের কোন সমস্যা নেই মর্মে জানান, অন্যান্য কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে।

সভায়  উপজেলা নির্বাচন/ বন/ হিসাবরক্ষণ/ জনস্বাস্থ্য/ দারিদ্র বিমোচন ও পাট বিভাগের কর্মকর্তাগণ অনুপস্থিত থাকায় কোন আলোচনা সম্ভব হয় নাই।

 

 

 

 

 

 

সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সকলের সুস্বাস্থ্য কামনা করেন এবং সকলকে ধন্যবাদজ্ঞাপনপূর্বক সভার সমাপ্তি ঘোষণা করেন।   

 

 

মোঃ বসির উদ্দিন ঠান্ডু

সভাপতি

উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা ও        

চেয়ারম্যান, উপজেলা পরিষদ

সাটুরিয়া, মানিকগঞ্জ।

স্মারক নং- ০৫.৩০.৫৬৭০.৩০১.৪৪.০২১.২০১৫- ৭৩১ (৩৫)                          তারিখঃ  ২১/১২/২০১৫ খ্রিঃ।

অনুলিপিঃ

০১। জনাব জাহিদ মালেক, জাতীয় সংসদ সদস্য, মানিকগঞ্জ-৩ ও মাননীয় প্রতিমন্ত্রী,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়।

০২। মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ।

০৩। সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

০৪। জেলা প্রশাসক ,মানিকগঞ্জ।

০৫। প্রশাসক, জেলা পরিষদ, মানিকগঞ্জ।

০৬। উপ-পরিচালক, স্থানীয় সরকার, মানিকগঞ্জ।

০৭। ভাইস চেয়ারম্যান /মহিলা ভাইস চেয়ারম্যান ,উপজেলা পরিষদ ,সাটুরিয়া,মানিকগঞ্জ।

০৮। উপজেলা ............................ অফিসার ,সাটুরিয়া , মানিকগঞ্জ।

০৯। চেয়ারম্যান .............................ইউনিয়ন পরিষদ ,সাটুরিয়া ,মানিকগঞ্জ।

১০। জনাব  .............................

১১। অফিস কপি।                                                            

                                                               

                                                                                                           হাসান মূর্তাজা মাসুম

               মুখ্য নির্বাহী কর্মকর্তা

                উপজেলা পরিষদ

             ও

                উপজেলা নির্বাহী অফিসার

                সাটুরিয়া, মানিকগঞ্জ।