বরাইদের খান মজলিশ পরিবারের প্রখ্যাত ব্যক্তি জনাব আব্দুল আউয়াল খান মজলিশ ওরফে ঘটু মিয়া যিনি তার মায়ের নামে এই স্কুলটি প্রতিষ্ঠিত করেন। তার মায়ের প্রতি অসীম ভালবাসার নিদর্শন স্বরুপ এই স্কুলটি তিনি প্রতিষ্ঠিত করেন ০১-০১-১৯৭০ইং সনে।
মায়ের স্মৃতি ধরে রাখার জন্য আব্দুল আউয়াল খান মজলিশ ওরফে ঘটু মিয়া এই স্কুলটি ফয়জুননেছা উচ্চ বিদ্যালয় নাম করণ করেন। শুনেছি তার মায়ের আদেশ মেনে চলার জন্য তিনি সারা জীবন অবিবাহিত অবস্থায় কাটিয়েছেন। আর সারা বছর তিনি রোজা রাখতেন এমনকি এক ওয়াক্ত নামাজ ও তিনি কাযা করতেন না । তার মৃত্যুর সময় সে সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করেন।
সভাপতি: অধ্যক্ষ মফিজুল ইসলাম খান কামাল।
শিক্ষক প্রতিনিধি : জনাব মোঃ নজির হোসেন ।
শিক্ষক প্রতিনিধি: সুশীল কুমার বসাক ।
সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি : শুন্য।
অভিভাবক সদস্য : জনাব মো: গিয়াস উদ্দিন।
অভিভাবক সদস্য: জনাব মো: ঘটু মিয়া।
অভিভাবক সদস্য: জনাব মো: মোকছেদ আলী।
দাতা সদস্য : জনাব মো: আবুল হোসেন।
সদস্য-সচিব: জনাব মো: রিয়াজ উদ্দিন মোল্লা।
জি.এস.সি পরীক্ষার ফলাফল:
সন | এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী | উর্ত্তীর্ন শিক্ষার্থীর সংখ্যা | পাশের হার |
২০১০ | ৮২ | ৬৫ | ৭৯% |
২০১১ | ৮৯ | ৭৮ | ৮৮% |
২০১২ | ৮২ | ৭৬ | ৯৩% |
২০১৩ | ৯৭ | ৭৭ | ৭৯% |
২০১৪ | ১২৭ | ১০৩ | ৮১% |
এস.এস.সি পরীক্ষার ফলাফল:
সন | এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী | উর্ত্তীর্ন শিক্ষার্থীর সংখ্যা | পাশের হার |
২০১০ | ৬৭ | ৩৯ | ৫৮% |
২০১১ | ৮৯ | ৮৪ | ৯৪% |
২০১২ | ৮০ | ৭৫ | ৯৪% |
২০১৩ | ৭২ | ৬২ | ৮৬% |
২০১৪ | ৭৭ | ৭০ | ৯১% |
বিভিন্ন প্রতিযোগিতা মুলক অনুষ্ঠানে পুরষ্কার প্রাপ্তি ।
ফয়জুননেছা উচ্চ বিদ্যালয়কে একটি মডেলে রুপ দান করা । এবং শিক্ষার মান উন্নয়ন করা এবং পাশের হার 100% উন্নিত করা ।
প্রধান শিক্ষক : জনাব মোঃ রিয়াজ উদ্দিন মোল্লা । মোবাঃ ০১৭২৪৫২১৬৬৯।
প্রত্যেক শ্রেনী সহ সর্রমোট ১৮৫ মেধাবী শিক্ষার্থী রয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস