মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার অন্তগর্ত ধানকোড়া ইউনিয়নের ০৭ নংওয়ার্ডের দতরা গ্রামে অবস্থিত। অত্র বিদ্যালয়টি ০.৪১ শতাংশ জমির উপর অবস্থিত। ০৩ টি ভবন আছে। ০২ টি পাকা ও ০১ টি কাচা ভবন। ০৬ টি শ্রেণী কক্ষ ও ০১ টি অফিস কক্ষ। অনুমোদিত শিক্ষকের পদের সংখ্যা ০৭ টি। বিদ্যালয়টি এক শিফটে পরিচালিত হয়।
১৯৭২ খ্রিস্টা্ব্দে এলাকার গন্যমান্য লোকের সহায়তায় প্রথমে বিদ্যালয়টি স্থাপন করা হয়। পরে জাতীয় করণ করা হয়। প্রতিষ্টানের জমিদাতা হলেন জনাব মো: আব্দুল।
ক্রমিক নং | নাম | পদবী | কমিটিতে পদবী |
১ | জনাব মোঃ আলতাফহোসেন | বিদ্যুৎসাহী পুরুষ | সভাপতি |
২ | জনাব মোঃ জোনাব আলী | জমি দাতা | সহ-সভাপতি |
৩ | জনাব মোঃ রিয়াজ উদ্দিন | অভিভাবক পুরুষ | সদস্য |
৪ | জনাব মোঃ নাছির উদ্দিন | অভিভাবক পুরুষ | সদস্য |
৫ | জনাব মোসাঃ জয়নব বেগম | অভিভাবক মহিলা | সদস্য |
৬ | জনাব রেনু সরকার | অভিভাবক মহিলা | সদস্য |
৭ | জনাব মোঃ তারা মিয়া | ইউপি সদস্য | সদস্য |
৮ | জনাব মোঃ মোস্তাফিজুর রহমান | মাধ্যমিক শিক্ষক | সদস্য |
৯ | জনাব মোসা: হাসনা বেগম | বিদ্যুৎসাহী মহিলা | সদস্য |
১০ | জনাব মোসাঃ আলেয়া পারভীন | শিক্ষক প্রতিনিধি | সদস্য |
১১ | জনাব মুহম্মদ মাহবুবুর রশীদ | প্রধান শিক্ষক | সদস্য-সচিব |
বিগতপাচবৎসরেরসমাপনীপরীক্ষারফলাফল :
২০০৯- ৯২%
২০১০- ৮০%
২০১১- ১০০%
২০১২- ১০০%
২০১৩- ৯৮%
নাই।
২০১২ সালে ক্রীড়া প্রতিযোগীতায় বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ। ২০১৩ সালে বংগবন্ধু ও বংগমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে মেয়েদল অংমগ্রহণ।
ভবিষ্যতে যেন জাতীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টে সাফল্যের সাথে অংশগ্রহন করতে পারে। বিদ্যালয়ের লেখাপড়ার মানউন্নয়ন। যেন ভাল রেজাল্ট করতে পারে।
ঢাকা আরিচা মহাসড়কের পাশে বারবাড়িয়া বাসস্ট্যান্ড সংলগ্ন। যে কোন ধরণের যানবাহনে যাতায়ত করা যায়।
১। এবিএম আলিমুর রহমান- বিএসসি, ইঞ্জিনিয়ার
২। তাজনুর রহমান - - বিএসসি, ইঞ্জিনিয়ার
৩। গোলাম সারোয়ার - - বিএসসি, ইঞ্জিনিয়ার
৪। আশরাফুল ইসলাম সম্রাট - বিএসসি, ইঞ্জিনিয়ার
৫। ফাজানা হক নিশু- - ব্যাংকার
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস