ধানকোড়া গিরিশ ইনস্টিটিউশন টি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী প্রাপ্ত একটি প্রতিষ্ঠান।
স্থানীয় জমিদার বাবু হেম চন্দ্র রায় ০২ জানুয়ারী ১৯১৭ খ্রি: বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৯১৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি পরবর্তী সময়ে ১৯২৭ খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মঞ্জুরীকৃত বিদ্যালয় হিসাবে অন্তর্ভুক্ত হয়। প্রতিষ্ঠানে প্রাথমিক পর্যায়ে যে সমস্ত প্রধান শিক্ষকগণ দায়িত্ব পালন করেন তারা উচ্চ শিক্ষিত ও অসাধারন ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। তাদের সকলেই এসএবিটি পাশ। কেউ ডাবল ও ট্রিপল এমএবিটি এবং প্রথম শ্রেণীতে প্রথম ও স্বর্নপদক প্রাপ্ত ছিলেন। বর্তমান প্রধান শিক্ষক অত্যান্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছেন। এছাড়া এ বিদ্যলয়ের ছাত্র ছাত্রীগণ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ কৃতিত্ব অর্জনে সমর্থ হন। কয়েকজন কৃতি ছাত্রের নাম উল্লেখ করা হইল।
১। ডাক্তার মনিন্দ্রনাথ ঘোষ, বর্তমানে ভারতে বিশিষ্ট চিকিৎসক হিসাবে খ্যাত।
২। এম,সি ভট্টাচার্য্য, এক সময় লন্ডনে মেয়র ছিলেন।
৩। প্রফেসর ইয়াকুব আলী, বিএম কলেজে অধ্যক্ষ ছিলেন।
৪। কাজী শফিউদ্দিন, বাংলাদেশ হাই কোর্টের বিচারপতি ছিলেন।
১। জনাব মো: আব্দুল হক--------- সভাপতি----------------- নয়াডিংগী---------০১৭২৬৩৫৪১৬৯
২। জনাব মো: হবিবর রহমান----- শিক্ষক প্রতিনিধি---------- মানিকগঞ্জ---------০১৫৫৮৩৬৫৯৬৬
৩। জনাব মো: আবুল হোসেন------ শিক্ষক প্রতিনিধি--------- ধানকোড়া---------০১৭১৪৭১৩৫৪৭
৪। জনাব মরিয়ম আক্তার- সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি- -মানিকগঞ্জ----------০১৮৩৭৭৩৯৯১১
৫। জনাব সেলিম আহম্মেদ--------- অভিভাবক সদস্য -------- কামতা------------০১৭৩৯৪৪৩০২১
৬। জনাব খন্দকার শহিদুল ইসলাম- অভিভাবক সদস্য -------- উত্তর খল্লি---------০১৭১২১৪২৪৭৭
৭। জনাব মো: মোকসেদ আলম---- অভিভাবক সদস্য -------- ধানকোড়া---------০১৭৩১৮১৪৩৮৬
৮। জনাব এ্যাড: মো: আব্দুর রাজ্জাক (মঞ্জু)--অভিভাবক সদস্য-- গোলড়া---------০১৭১৫২৩২৫৪৬
৯। জনাব জাহানারা বেগম-- সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি--মানিকগঞ্জ----০১
১০। জনাব সৈয়দ আনোয়া হোসেন- দাতা সদস্য ------------- ধানকোড়া----------০১৭৫১৬২৭২০৭
১১। জনাব ----------------------প্রধান শিক্ষক---------------------------------০১৭১৭১১০৭০৪
সন | এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী | উর্ত্তীর্ন শিক্ষার্থীর সংখ্যা | পাশের হার |
২০১১ | ২৩৫ | ১৩৭ | ৬২.০০% |
২০১২ | ২২০ | ১৩৯ | ৮০.৩৪% |
২০১৩ | ২৩৫ | ১৬৪ | ৭৬.২৭% |
২০১৪ | ১৯৫ | ১৫৭ | ৯১.৮১% |
|
|
|
|
|
|
|
|
নাই।
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী।
শিক্ষার মান উন্নয়ন।
মানিকগঞ্জ জেলা সদর হইতে ৬ কিমি পূর্বদিকে নয়াডিংগী বাসস্ট্যান্ড থেকে ১কিমি উত্তর দিকে ধানকোড়া বাজার সংলগ্ন ধানকোড়া গিরিশ ইনস্টিটিউশন অবস্থিত।
১। আইরিন আক্তার পিতা- মো: কলিমুদ্দিন
২। ফারহানা আক্তার পিতা- আব্দুল মান্নান
৩। সুমাইয়া আক্তার পিতা- মো: নুর উদ্দিন
৪। ফাতেমা আক্তার পিতা- মো: বান্দু মিয়া
৫। তানিয়া সুরতানা পিতা- মো: আব্দুল মাজেদ
৬। জাহিদ মাহমুদ পিতা- মো: আব্দুল মান্নান
৭। মীর নাহিদুল আলম পিতা- মরি মো: মোস্তাফিজুর রহমান
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস