বর্তমানে বিদ্যালয়ে একটি একতলা পাকা ভবন এবং একটি পুরাতন জরাজীর্ণ পরিত্যাক্ত ভবন (টিনের )ঘর আছে। একটি খেলার মাঠ আছে। বিদ্যালয়ের পাশ দিয়ে একটি মাটির রাস্তা গিয়েছে। বিদ্যালয়ের চার পাশেই বাড়ী ঘর আছে।
বিদ্যালয়টি ১৯৩১ সনে ভাটারা গ্রামে প্রতিষ্ঠিত হয়। অত্র গ্রামের বিশিষ্ঠ তেজারতি ব্যাবসায়ী শ্রী জগৎহরি রায় চৌধুরী প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। তিনি অতদ্র বিদ্যালয়ের নামে ৪০ শতাংশ জমি দান করেন।
বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটির তালিকা:
ক্র: | নাম | পদবী | ক্যাটাগরী | মন্তব্য |
১ | মো: রহিজ উদ্দিন | সভাপতি | বিদ্যোৎসাহী |
|
২ | আতোয়ার রহমান | সহ-সভাপতি | অভিভাবক |
|
৩ | ইন্দ্রমোহন মজুমদার | সদস্য | ওয়াড মেম্বার |
|
৪ | বিশ্বজিৎ গোস্বামী | সদস্য | শিক্ষক, আই.সি.উচ্চ বি: |
|
৫ | সুপ্তা সাহা | সদস্য | জমি দাতা |
|
৬ | সাজেদা বেগম | সদস্য | বিদ্যোৎ সাহী |
|
৭ | বিলকিস বেগম | সদস্য | অভিভাবক |
|
৮ | সেলিনা বেগম | সদস্য | অভিভাবক |
|
৯ | সোনা মিয়া | সদস্য | অভিভাবক |
|
১০ | মো: সোলায়মান | সদস্য | শিক্ষক |
|
১১ | রত্না রানী ভট্টাচায্য | সদস্য সচিব | প্রধান শিক্ষক |
|
সন | অংশগ্রণকারীর সংখ্যা | কৃতকাযের সংখ্যা | পাশের হার | মন্তব্য |
২০০৯ | ৩৪ | ৩২ | ৯৪% |
|
২০১০ | ২৬ | ২৬ | ১০০% |
|
২০১১ | ২০ | ২০ | ১০০% |
|
২০১২ | ৩০ | ৩০ | ১০০% |
|
২০১৩ | ৩৮ | ৩৮ | ১০০% |
|
সন | ট্যালেন্টপুল বৃত্তি | সাধারন বৃত্তি | মন্তব্য |
২০১৩ | .............. | ০১ জন |
|
বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার ফলাফল ভালো। সমাপনী পরীক্ষার পাসের হার ১০০%। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় ছাত্র/ ছাত্রীর সফলতা অর্জন করেছে। অত্র বিদ্যালয় হতে কৃতকায ছাত্র/ ছাত্রীদের মধ্যে অনেকেই এথন ডাক্তা, অধ্যাপক এবং সেনাবাহিনীর বড় বড় পদে কর্মরত আছেন।
: বিদ্যালয়টিকে আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলা । এলক্ষে সমাপনি পরীক্ষার বৃত্তি প্রাপ্তির হার বৃদ্দির চেষ্টা করা হচ্ছে।
ভাটারা সরকারী প্রাথমীক বিদ্যালয়, গ্রাম: ভাটারা, ডাকঘর: বালিয়াটী, উপজেলা: সাটুরিয়া,জেলা: মানিকগঞ্জ। উপজেলা পরিষদ হতে রিক্সা ও সিএনজি যোগে বিদ্যালয়ে যাওয়া যায়।
মোবাইল: ০১৭৪৩৭-৯০৮৩৫।
ইমেল: bataragps@gmail.com
ক্রমিক নং | ছাত্র- ছাত্রীর নাম | ফলাফল | মন্তব্য |
১ | সানজিদা ইসলাম নুপুর | জিপিএ ৫ |
|
২ | ছালমা আক্তার | জিপিএ ৫ |
|
৩ | ফাতেমা আক্তার | জিপিএ ৫ |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস