স্কুলের সামনে একটি বড় খেলার মাঠ। বিদ্যালয়ে একটি বিজ্ঞানাগার, একটি শিক্ষক অফিস কক্ষ, লাইবেরী, প্রয়োজনীয় শ্রেণী কক্ষ ও পাঠদানের উপযোগী চেয়ার বেঞ্চ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সামগ্রী রয়েছে। শিক্ষক ও ছাত্রীদের জন্য চারটি শৌচাগার ও ৩টি টিউব ওয়েল ছাড়াও পানি সাপস্নাই এর সুবিধা রয়েছে। বিদ্যালয়ের বিদ্যালয়ের সামনে প্রায় ২০ শতাংশ জমি নিয়েফুলের বাগান বিদ্যালয়ের শ্রীবৃদ্বিকরে আছে । এবং বিদ্যালয়টি বিভিন্ন প্রকার বৃক্ষরাজি দিয়ে সুসজ্জিত।
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলাধীন ‘বালিয়াটী ’ একটি ঐতিহ্যবাহী গ্রাম। বালিয়াটীর স্বনামধন্য জমিদার রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরীর কনিষ্ট পুত্র উপেন্দ্র কুমার রায় চৌধুরী পিতাকে বালিয়াটীতে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার প্রসত্মাব করিলে পিতা রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী পুত্রকে কটাক্ষ করেন । ফলে অভিমানী পুত্র নিজ শয়ন কক্ষে নিজের বন্দুকের গুলিতে আত্বহত্যা করেন । পরে রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী তাঁর পিতার নামে বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় নামে একটি ইংলিশ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ।
বিদ্যালয়টি ০১/০১/১৯২২ সনে প্রথম উচ্চ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে । বিদ্যালয়টি আজও বালিয়াটীর বুকে ঐতিহ্যবহন করে আসছে ।
বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটি কমিটির মেয়াদ ০২/০৫/২০১২ থেকে ০০১/০৫/২০১৪ পর্যন্ত।
১। জনাব সাবানা মালেক সভাপতি
২। জনাব আব্দুল হক নির্বাচিত অভিবাবক প্রতিনিধি
৩। জনাব রফিকুল ইসলাম মল্লিক নির্বাচিত অভিবাবক প্রতিনিধি
০৪। জনাব শাহালম নির্বাচিত অভিবাবক প্রতিনিধি
০৫ জনাব আমজাদ হোসেন নির্বাচিত অভিবাবক প্রতিনিধি
০৬। জনাব মো: রুহুল আমিন কোঅপ্ট সদস্য
০৭। জনাবা আফরোজা আক্তার সংরক্ষিত সদস্য।
বিগত৫বছরেরসমাপনী/পাবলিকপরীক্ষারফলাফল
পরীক্ষারনাম | সন | পরীক্ষার্থীরসংখ্যা | পাশেরসংখ্যা | হার |
এসএসসি | ২০০৭ | ৯৪ | ৬৮ | ৭২% |
এসএসসি | ২০০৮ | ৭২ | ৬৬ | ৯০% |
এসএসসি | ২০০৯ | ১৩১ | ১০০ | ৭৬% |
এসএসসি | ২০১০ | ১৮৫ | ১২৫ | ৬৭% |
এসএসসি | ২০১৩ | ১২৩ | ১১৮ | ৯৫.৯৩% |
বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত শিক্ষা বৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহন করে দ্যিালয়ের ছাত্র-ছাত্রীরা শিক্ষা বৃত্তি অর্জন করে থাকে ।
বিভিন্ন ক্রিয়া প্র্রতিযোগীতা, সাংস্কৃতিক, জেলা উপজেলা শ্রেষ্ঠত্ত অর্জন করেছে।
ডিজিটাল বাংলাদেশ গড়ার নিমিত্তে বর্তমান ডিজিটাল প্রযুক্তির সাথে সমন্বয় রেখে শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং এস,এস,সি ও জে,এস,সি পরীক্ষায় শতভাগ পাশের হার নিশ্চিত করণ।
১। সড়ক পথে জেলা সদরের সাথে পাক্কা রাস্তার সংযোগ ।
২। পত্র যোগাযোগের ক্ষিত্রে বিদ্যালয় সংলগ্ন সাব-পোষ্ট অফিস বিদ্যমান ।
৩। পূর্ব হতেই বিদ্যালয়ে টেলিফোন সংযোগ আছে ।
৪। বর্তমানে ই-মেইলের সাহায্যে যোগাযোগ রক্ষা করা হচ্ছে ।
ই-মেইল এডড্রেস baliatihischool@gmail.com
অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে এ বিদ্যালয়ের।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস