বিদ্যালয়টি ৩৩ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত। মোট ভবন ৩ টি,ক্লাশ রুশ ৬ টি,অফিস রুম ১ টি, স্টোর রুম ১ টি, পি ই ডি পি ভবনের অবস্থা মোটামুটি। বাকী ২ টি ভবনের অবস্থা ভাল। বৃষ্টি হলে রুমের ভিতরে পানি পড়ে। টয়লেটের অবস্থা ভাল নয় । পারিস্পারিক অবস্থা মোটামুটি।
অত্র গ্রামের একজন শিক্ষনুরাগী জনাব মুন্সি আইনুদ্দিন সরকার ১৯৩৯ সালে নিজ জমি (১৭ শতাংশ) ঢাকা স্কুল বোর্ড এর নামে লিখে দিয়ে ব্যক্তিগত ভাবে বিদ্যালয় টি প্রতিষ্ঠা করে।পরে ১৯৭০ সালে বিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রীর সংকুলান না হওয়ায় দাতা মুন্সি কলিম উদ্দিন ও মো: বান্দু মোল্লা ১৬ শতাংশ জমি দান করেন। অতঃপর ১৯৭০ সালে বিদ্যালয়টি জাতীয়করন করা হয়।
বর্তমান পরিচালনা কমিটির নাম:-
ক্রমিক নং | নাম | পদবী |
১ | জনাব ডা. মোহাম্মদ আলী | সভাপতি |
২ | হামিদা বেগম | সহ-সভাপতি |
৩ | মো: হাবিবুর রহমান | সদস্য |
৪ | মনির হোসেন | ঐ |
৫ | আরজু মিয়া | ঐ |
৬ | জাহাঙ্গীর আলম | ঐ |
৭ | শওকত আলী | ঐ |
৮ | কামরুন্নাহার | ঐ |
৯ | কল্পনা বেগম | ঐ |
১০ | রেখা বেগম | ঐ |
১১ | মুহাম্মদ শফিকুল ইসলাম খান | সদস্য সচিব |
বিগত ৫ বছরে সমাপনী পরীক্ষায় পাশের হার ৯৮ %।
শিক্ষা বৃত্তির তথ্য:-
সন | ট্যালেন্টপুল | সাধারন বৃত্তি |
2009 | 00 | 00 |
2010 | 00 | 01 |
2011 | 01 | 00 |
2012 | 00 | 00 |
2013 | 00 | 01 |
বিদ্যালয়ের ফলাফল সন্তোষ জনক। বিভিন্ন ক্রীয়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অবস্থান ভাল। বঙ্গবন্ধ ফুটবল কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট/১৪ এ উপজেলা চ্যাম্পিয়ান। রংমোতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট/১৪ ইউনিয়ন চ্যাম্পিয়ান।
আদর্শ বিদ্যালয় রুপান্তর করার চেষ্ঠা করব।
বালিয়াটি,সাটুরিয়াও মানিকগঞ্জ হতে সি এন জি অথবা মোটর সাইকেল যোগে বিদ্যালয়ে আসা যায়।
মেধাবী ছাত্র-ছাত্রীবৃন্দ:-
ক্রমিক নং | ছাত্র-ছাত্রীর নাম | ফলাফল |
১ | মো: আশিকুর রহমান | A+ |
২ | মিস তন্দ্রা আক্তার | A+ |
৩ | রিফাত মিয়া | A+ |
৪ | সবুজ মিয়া | A+ |
৫ | হাসিবুল ইসলাম | A+ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস