বিদ্যালয় ভবন ২ টি। ১ টি পাকা দুই কক্ষ বিশিষ্ট একতলা ভবন। অন্যটি আধাপাকা পরিত্যক্ত ভবন। টেবিল ২ টি, চেয়ার ৬টি উঁচু নিচু বেঞ্চ ২০ জোড়া, আলমারি ২ টি, ফাইল বক্র ১ টি,পানির ফিল্টার ১ টি, বেদ্যুতিক পাখা ৬ টি,পেটা ঘড়ি ১ টি,শিক্ষক পদ সংখ্যা ৬ টি (কর্মরত ৪ টি),দপ্তরী কাম নৈশ্য প্রহরি ১ জন,শিক্ষাথীর সংখ্যা ১৯০ জন।
অত্র ২৪ নং আয়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টি স্থানীয় জনগন ও গন্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে জমিদাতা মো: তাহেজ উদ্দিন মোল্লা ও গাজীয়ার রহমান এদের একান্ত সদিচ্ছায় ১৯৭২ খ্রি: প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা হয়।
পরিচালনা কমিটির নাম:-
ক্রমিক নং | সদস্যগনের নাম | পদবী | |
১ | মো: জাহাঙ্গীর আলম | সভাপতি | |
২ | এস.এম বাহের আলী | সহ সভাপতি | |
৩ | আরিফুল ইসলাম | সদস্য | |
৪ | মো: আ: সালাম | সদস্য | |
৫ | মো: বেলায়েত হোসেন | সদস্য | |
৬ | মহসীন মিয়া | সদস্য | |
৭ | হাসুয়ারা বেগম | সদস্য | |
৮ | বকুল বেগম | সদস্য | |
৯ | ফরিদা আক্তার | সদস্য | |
১০ | রত্না আক্তার | শিক্ষক প্রতিনিধি | |
১১ | নূর মোহাম্মদ | সদস্য সচিব |
বিগত ৫ বছরে সমাপনী পরীক্ষার পাশের হার ৯৫ %।
সন | ট্যালেন্টপুল বৃত্তি | সাধারন বৃত্তি |
2011 | নাই | 01 |
2012 | 01 | নাই |
2013 | নাই | নাই |
বিগত তিন বছরে ট্যালেন্টপুল বৃত্তি সহ মোট ২ জন ছাত্রী বৃত্তি পায়।
আলোকিত বিদ্যালয় গঠনের প্রচেষ্ঠা সক্রিয়মান,বিদ্যালয়ের স্বনামে খাতা তৈরী,ম্যাগাজিন(স্মরণীকা) বের করার পরিকল্পনা চলছে।
মোটর সাইকেলের মাধ্যমে বিদ্যালয়ের সাথে যোগাযোগ সুগম রয়েছে। তিল্লী ইউনিয়ন থেকে মোটরযান অথবা পায়ে হেটে যোগাযোগ করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস