বর্তমান সাটুরিয়া - মানিকগঞ্জ ৩ আসনের এমপি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মাননী স্বাস্থ ও পরিবার কল্যান প্রতি মন্ত্রি আলহাজ জাহিদ মালেক স্বপন এর পিতা ঢাকা সিটি করপেশনের সাবেক মেয়র করনেল মালেক এ মাদ্রাসা টি প্রতিষ্ঠা করেন।
হরগজ ইউনিয়নের মানচিত্রের এক সৈন্দর্য স্থানে বিশাল মাদ্রাসা ।০৬ নং হরগজ ইউনিয়নটি ঢাকা বিভাগের, মানিকগঞ্জ জেলার, সাটুরিয়া উপজেলার, পশ্চিম পাশে হরগজ গ্রামটি অবস্থিত। এই গ্রাম টি হুরের মত লম্বা এবং এলোপাথারি সৈন্দর্য পথ দ্বারা ঘঠিত। এর আয়তন 1144 বর্গ কিলোমিটার। এই গ্রামের লোকসংখ্যা ১৯৬৪৬ জন। গ্রাম টির মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঁচটি। এবং মাধ্যমিক বিদ্যালয় একটি। মাদ্রাসা একটি। কবর স্থান একটি। এই গ্রামে সব কিছুই চাষাবাদ করা যায়। ঈদ গা ময়দান টি হরগজ ইউনিয়নের বালুরচর গ্রামে।হরগজ ইউনিয়নের একটি মাত্র মাদ্রাসা রয়েছে,
বর্তমান সাটুরিয়া - মানিকগঞ্জ ৩ আসনের এমপি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মাননী স্বাস্থ ও পরিবার কল্যান প্রতি মন্ত্রি আলহাজ জাহিদ মালেক স্বপন এর পিতা ঢাকা সিটি করপেশনের সাবেক মেয়র করনেল মালেক এ মাদ্রাসা টি প্রতিষ্ঠা করেন।
সভাপতি:বর্তমান সাটুরিয়া - মানিকগঞ্জ ৩ আসনের এমপি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মাননী স্বাস্থ ও পরিবার কল্যান প্রতি মন্ত্রি আলহাজ জাহিদ মালেক স্বপন
মাদ্রাসা পাবলিক পরীক্ষায় অংশগ্রহন করে না।
মাদ্রাসা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে না।
হরগজ ইউনিয়নে ধর্মিয় শিক্ষার পাশা - পাশি সাটরিয়া উপজেলায় অবদান রাখা।
আধুনিক ধর্মিও শিক্ষা সমগ্র সাটুরিয়া উপজেলায় ছরিয়ে দেওয়া।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস