Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বালিয়াটী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

১৯১৮ সালের তৎকালীন বালিয়াটী পশ্চিম বাড়ীর জমিদার শ্রীযুক্ত বাবু যুগেন্দ্র লাল রায় চৌধুরী গণদের সহায়তায় বালিয়াটী রাধা ভলস্নব নামে একটি ফ্রী প্রাইমারী স্কুল স্থাপিত করেন । শিক্ষকের বেতনাদি তৎকালিন জমিদার বহন করতেন ।ঐ সময় প্রধান শিক্ষক  ছিলেন নবদ্বীপ কুমার চক্রবর্তী । পরে যুগেশ চন্দ্র সাহা প্রধান শিক্ষকের দায়িতব পালন করেন।বিদ্যালয়টি ১৯৪১সনে সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয় । তৎকালিন সময়ে স্কুলের নিজস্ব কোন ভূমি ছিল না । জমিদারদের একটি নাট্য মন্দিরে স্কুলের কার্যক্রম পরিচালনা করা হয় । এইভাবে ১৯৬০ইং পর্যমত্ম পরিচালিত হয় । বাবু যুগেশ চন্দ্র সাহা এর মৃত্যুর পর ১৯৬০সালের ১এপ্রিল হতে মোঃ আশরাফ আলী মিঞা প্রধান শিক্ষকের  দায়িতব গ্রহন করেন । তখন বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ মোট পদ ছিল ৪টি । ছাত্র-ছাত্রীর সংখ্যাও ছিল প্রায় ১৫০ জন এবং ১ম থেকে ৫ম শ্রেনী পর্যমত্ম পাঠদান করা হতো । বিদ্যালয়টি সরকারী নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে অদ্যাবধি পর্যমত্ম প্রতি বৎসরই বৃত্তি পেয়ে আসছে ।জনাব আশরাফ আলী মিঞার প্রচেষ্টায় জমিদারদের দ্বারা (বালিয়াটী পশ্চিমবাড়ী ও গোলাবাড়ী জমিদারগণ) .৬৬ শতাংশ জায়গা স্কুলের নামে সরকার বরাবর রেজিষ্ট্রী করে নেওয়া হয় এবং ১৯৬২-৬৩সনে জনাব আশরাফ আলী মিঞার সহযোগীতায় জেলা স্কুল বোর্ড হইতে ১০০০০/= (দশ  হাজার টাকা ) মাত্র বরাদ্ধ পাওয়া যায় । তৎকালীন সময়ে ইউ,পি চেয়ারম্যান মরহুম আব্দুল হক সাহেবের সহায়তায় স্থানীয় চাঁদা দ্বারা অত্র বিদ্যালয়টি স্থাপিত হয় । সরকারের পরিকল্পনা অনুযায়ী বিদ্যালয়টির দৈর্ঘ্য ৮৪ ফুট ও প্রস্থ ২৪ ফুট করার কথা থাকিলে ইহা প্রধান শিক্ষকের  প্রচেষ্টায় দৈর্ঘ্য ৯৪ ফুট ও প্রস্থ্য ২৬ ফুট পর্যমত্ম বর্ধিত করা হয় এবং দেয়াল গুলো ১০ ইঞ্চি করা হয় । বেইজ ঢালাই ২৫ইঞ্চি ও উচ্চতা ৬ ইঞ্চি করা হয় । দেয়ালের উচ্চতা ১০ফুট এবং টিনের চাল দেয়া হয় । উলেস্নখ থাকে যে মেঝে পাকা সহ ৮ফুট বারান্দাও করা হয় ।স্কুলের ছাত্র-ছাত্রী বৃদ্ধি পাওয়ায় বিদ্যালয়ে স্থান সংকুলান না হওয়ায় ২৮ ফুট দৈর্ঘ্য আরেকটি গৃহ নির্মাণ করা হয় । বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে শিক্ষক সংখ্যা ১১জনে উন্নীত করা হয় ।  বিদ্যালয়টি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়া এবং বিদ্যালয়ের কার্য্যক্রম পর্যালোচনা করে ১৯৯২ সনে বালিয়াটী সরকারী প্রাথমিক বিদ্যালয়টিকে বালিয়াটী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে ।