বিদ্যালয়ে একটি ভবন তিন টি শ্রেণী কক্ষ আছে।১ টি অফিস কক্ষ,২ টি টয়লেট, ৩ জন শিক্ষক,১৭১ জন ছাত্র/.ছাত্রী,৩৫ জোড়া বেঞ্চ,চেয়ার ১১ টি,টেবিল ৬ টি, আলমারী ১ টি, তাক ১ টি ও ২ টি নলকুপ আছে।
১৯৮৮ সালে প্রাক্তন ইউপি চেয়ারম্যান ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম আবুল কালম তোর ছোট ভাই মো: ফজলুর রহমান তাদের নিজ এলাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য ৩৩ শতাংশ জমি দান করেন।এবং প্রাক্তন ইউপি চেয়ারম্যান মরহুম আবুল কালাম ও ফজলুর রহমান, মো: দলিল উদ্দিন মো: আব্দুর রাজ্জাক, মো: ছানোয়ার হোসেন,মো: আব্দুল লতিফ,মো:টিপু সুলতান ও ডা:মো: ছানোয়ার হোসেনের উদ্যেগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
ক্রমিক নং | নাম | পদবী |
১ | মো: ছানোয়ার হোসেন | সভাপতি |
২ | মৃত মো: রজ্জব আলী | সহ-সভাপতি |
৩ | মোসা: আয়শা আক্তার | সদস্য |
৪ | মো: হযরত আলী | সদস্য |
৫ | মো: সহিদুল্লাহ | সদস্য |
৬ | টিপু সুলতান | সদস্য সচিব |
৭ | আব্দুর রেজ্জাক | শিক্ষক প্রতিনিধি |
৮ | মো: হাবু মিয়া | সদস্য |
৯ | মো: দুলাল মিয়া | সদস্য |
১০ | মোসা: লাকী আক্তার | সদস্য |
১১ | মোসা: সেলিনা আক্তার | সদস্য |
বিগত ৫ বছরের সমাপনী পরিক্ষায় পাশের হার ৭৫ %।
বিদ্যালয়ের ফলাফল সন্তোষ জনক।প্রতিবছর এ বিদ্যালয় বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় সাফল্য অর্জন করে।অত্র বিদ্যালয় হতে কৃতিত্ব ছাত্র-ছাত্রী বিভিন্ন অফিসে কর্মরত আছে।
ভবিষ্যৎতে বিদ্যালয়ের লেখাপড়ার গুনগত মান আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে।
সাটুরিয়া উপজেলা হতে মোটর সাইকেল অথবা সিএনজি যোগে বিদ্যালয়ে যোগাযোগ করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস