মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার অর্ন্তরগত দিঘলীয়া ইউনিয়নে আঙ্গুটিয়া গ্রামে ১১০ডিং জমির উপর কর্নেল মালেক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি সুনীবিড় পরিবেশে অবস্থিত । বিদ্যালয়টি ৬কক্ষ বিশিষ্ট ১টী আধা পাকা ,২কক্ষ বিশিষ্ট ১টি পাকা ভবন ১টী আলমারি, ৭০জোড়া বেঞ্ছ, ৫টি টেবিল, অফিসে ৩টি টেবিল, ১১টি চেয়ের, ১৪টি ফ্যান, বিদ্যুৎ এর সুব্যাবস্থা,২টি গভীর নলকুপ ছাত্র/ছাত্রী ও কর্মচারীদের জন্য পৃথক টয়লেট । সামনে খেলার মাঠ,পিছনে বাগান, লাইব্রেরিতে প্রাই ৩০০টি বই রয়েছে ।
দিঘলীয়া ইউনিয়নে মাধ্যমিক স্তরের কোন বিধ্যালয় না থাকায় সর্বত্র দিঘলীয়া ইউনিয়ন বাসী নিন্দিত ও লজ্জাবনত ছিল । আপরদিকে শিক্ষার দিক ছিল পশ্চাদপদ। ইউনিয়নে একটি মাধ্যমিক বিধ্যালয় না থাকায় তৎকালীন চেয়ারম্যন জনাব আব্দুল ওহাব খোকন সাহেবের নেতৃত্বে ইউনিয়ন বাসীর উৎসাহ ও সহযোগিতায় ১৯৯৯সনে "দিঘলীয়া ইউনিয়ন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় " প্রতিষ্ঠিত হয় ।বিদ্যালয়টি কয়েক বৎসর ঢিলেতালে চলা অবস্থায় বন্ধ হয়ে যায় । এমতাবস্থায় ইউনিয়নবাসী হতাশাগ্রস্ত হয়ে পরায় দিঘলীয়া ইউনিয়নের বাসিন্ধা সাটুরিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব শফিউল আলম জুয়েল,সাবেক ইউপি চেয়ারম্যন আব্দুল অহাব খোকন, বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ লুৎফর রহমান সরকার- এর নেতৃত্বে বিদ্যালয়টি পুনঃপ্রতিষ্ঠা করার জন্যে ৪-৯-২০১১বিদ্যালয় চত্বরে ভাইস চেয়ারম্যান সফিউল আলম জুয়েলের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয় ।সভার সিদ্ধান্ত মোতাবেক মাননীয় সংসদ সদস্য জনাব জাহিন মালেক স্বপন মানিকগঞ্জ ৩ এর বরাবর তাঁর প্র্যাত পিতা কর্নেল মালেক নাম অনুসারে কর্নেল মালেক নিন্মমাধ্যমিক বিদ্যালয় পর্যাক্রমে কর্ণেল মালেক উচ্চ বিদ্যালয় নামকরনের সম্মতি জ্ঞাপন পূর্বক বিদ্যালয়ের উন্নয়ন কাজ করারম জন্য আবেদন করা হয় ।অতঃপর ২০১২ সনের ১লা জানুয়ারী হতে একাডেমিক কার্যক্রম সহ যাবতীয় কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়টি সচল করা হয় ।
জনাব রাহাত মালেক - সভাপতি ।
জনাব জাহিদ মালেক স্বপন - প্রতিষ্ঠা সদস্য ।
মোঃ আব্দুল বাছেদ - অভিভাবক সদস্য ।
মোঃ আমির হোসেন- ।।
মোঃ জহিরুল ইসলাম -।।
মোঃ পরান আলী -।।
জনাবা সাবিনা ইয়াসমিন -মহিলা অভিঃ সদস্য ।
মোঃ আব্দুস ছাত্তার - শিক্ষক প্রতিনিধি ।
মোঃ কৈফত আলী -।।
মোঃ আব্দুল বাছেদ - সদস্য সচিব ।
২০১২সনে ২০ জন ।২০১৩ সনে ৬৫ জন ।
লেখাপড়ার মান উন্নয়ন, জমি ক্রয়, এস এস সি পরিক্ষায় অংশগ্রহন ।
০১৭১৫৪০১৬৪২,০১৭৩৯৮৬১৯০৩
৬ষ্ঠ শ্রেনী ১। রেশমা আক্তার ।
২। ফিরোজ আলম ।
৩। নাইম ইসলাম ।
৭ম শ্রেণী ১। শাকিল খান ।
২। নাউমুন আজিজ ।
৩। আকিক শাহরিয়ার ।
৮মশ্রেণী ১। সাজ্জাদ শাহরিয়ার ইমন ।
২। লতা সূত্রধর ।
৩। ফয়সাল ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস