এই বিদ্যালয়ে পাকা ও টিনসেড মিলিয়ে ৩ টি ভবন আছে। এর জমির পরিমান ১০১ শতাংশ।বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত মনোরম।
অত্র বিদ্যালয়টি প্রথমে আব্দুল খালেক সাহেবের বাড়িতে টাকিমারা প্রাথমিক বিদ্যালয় নামে কার্যক্রম শুরু করে ১৯৬৫ খ্রিষ্টাব্দে। পরে মৌজার নাম পরিবর্তন হলে বিদ্যালয়ের নাম হয় সোলাইগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইহা ১৯৭৩ সালে জাতীকরন করা হয়। পাচুটিয়া নিবাসী মরহুম জীবন বেপারী বিদ্যালয়ের নামে ৩৩ শতাংশ জমি দান করলে বিদ্যালয়টি নিজস্ব জায়গায় পরিচালিত হয়ে আসছে।
ক্রমিক নং | নাম | পদবী |
১ | আ: রহিম সরকার | সভাপতি |
২ | মো: মুকুল আহমেদ | সহ: সভাপতি |
৩ | মো: আ: করিম | সদস্য |
৪ | মো: জাহাঙ্গীর আলম | সদস্য |
৫ | মো: তাজেম উদ্দিন | সদস্য |
৬ | মো: তাজু মৃর্ধা | সদস্য |
৭ | ফরিদা ইয়াসমিন | সদস্য |
৮ | তাহমিনা বেগম | সদস্য |
৯ | খালেদা বেগম | সদস্য |
১০ | ফরিদা ইয়াসমিন | সদস্য |
১১ | এস.এম.সাইফুল ইসলাম | সদস্য-সচিব |
বিগত ৫ বছরের সমাপনি পরীক্ষার ফলাফল ১০০%।
সন | ট্যালেন্টপুল বৃত্তি | সাধারন বৃত্তি |
2009 | 000 | 1 |
2010 | 01 | 02 |
2011 | 000 | 000 |
2012 | 01 | 01 |
2013 | 000 | 01 |
লেখাপড়া,খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অত্র বিদ্যালয় ইউনিয়নে শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে।
বিদ্যালয়ের শ্রেণী কক্ষ পর্যাপ্ত হলে এক শিফটে চালানোর পরিকল্পনা আছে।বিদ্যালয়কে উপজেলার শেষ্ট বিদ্যালয়ে পরিণত করার পরিকল্পনা আছে।
মানিকগঞ্জ বাস স্টান্ড হতে বিবী টেক্রী,টেম্পু, রিক্রা যোগে বাংলাদেশ হাট হয়ে সহজেই যাওয়া যায়।
G-Mail: sgpurgps@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস