প্রতিষ্ঠানটি ৩৫ শতাংশ জমির উপর অবস্থিত। এতে দুটি ভবন রয়েছে। একটি পাকা একটি অধাপাকা। বিদ্যালয়ে মোট পদ সংখ্যা ০৬ টি। ছাত্রছাত্রী সংখ্যা ২৩৬ জন।বিদ্যালয়টি প্রত্যন্ত গ্রামীণ পরিবেশে অবস্থিত। যাতায়ত ব্যবস্থা অত্যান্ত খারাপ থাকায় ছাত্রছাত্রীদে বিদ্রালয়ে আসতে অসুবিধা হয়্।
প্রতিষ্ঠানটি ১৯৭২ সালে স্থানীয উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ খ্রি: এটি সরকারীকরণ করা হয়।
১।জনাব মো:আওলাদ হোসেন সভাপতি
২। জনাব মো: সিরাজুল ইসলাম সহ-সভাপতি
৩। জনাব মো: কহিনুর ইসলাম অভিভাবক সদস্য
৪। জনাব মো: আব্দুল মালেক দাতা সদস্য
৫। জনাব মো: ফিরোজ হোসেন সদস্য
৬। জনাব মোসা: মনোয়ারা বেগম ইউপি সদস্য
৭। জনাব মোসা: শেফালী আক্তার সদস্য
৮। জনাব মোসা: রোকিয়া আক্তার সদস্য
৯। জনাব মোসা: শাহানা সুলতানা শিক্ষক প্রতিনিধি
১০। জনাব মোসা: শেফালী আক্তার সদস্য
১১। জনাব মোসা: গোলাম সরোয়ার সদস্য সচিব
২০০৯ - ১০০%
২০১০ - ১০০%
২০০৯ - ১০০%
২০১১ - ১০০%
২০১২ - ১০০%
২০১৩ - ১০০%
ছেলে - ৫২ জন
মেয়ে - ৪৮ জন
মোট - ১০০ জন
মোট পরিবার সংখ্যা - ১০০
১। সুরমা আক্তার,
২০০৫ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলায় মেধা তারিকায় ২য় স্থান লাভ করে।
২। নওরিন আক্তার,
২০০৭ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলায় ট্যালেন্টপুলে মেধা তারিকায় ৩য় স্থান লাভ করে।
স্কুলের লেখাপড়ার মান উন্নয়ন।
ধানকোড়া বাজার হতে রিক্সায় ১ কিমি উত্তর দিকে যেতে হবে।
১। সুরমা আক্তার,
২০০৫ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলায় মেধা তারিকায় ২য় স্থান লাভ করে।
২। নওরিন আক্তার,
২০০৭ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলায় ট্যালেন্টপুলে মেধা তারিকায় ৩য় স্থান লাভ করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস