২নং বরাইদ সরকারী প্রাথমিক বিদ্যালয়টি বরাইদ ধলেশ্বরীর নদীর পশ্চিম পাশে হাইস্কুলের দক্ষিনে অবস্থিত।
এ বিদ্যালয়টি ১৮০৭ সালে প্রতিষ্ঠিত হয়।
১। জনাব মো: আমিনুর রহমান খান মজলিশ : সভাপতি।
২। জনাব আবু সুফিয়ান খান : সহ-সভাপতি।
৩। রিয়াজ উদ্দিন মোল্লা : সদস্য
৪। বিরেন চন্দ্র রাজবংশী : সদস্য।
৫। জমির হোসেন : সদস্য ।
৬। ছালেহা খানম: সদস্য ।
৭। রুমা আক্তার : সদস্য ।
৮। ছালেহা আক্তার : সদস্য।
৯। ফাতেমা জান্নাত : সদস্য।
১০। জালাল উদ্দিন : সদস্য সচিব।
সন | পি.এসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী | উর্ত্তীর্ন শিক্ষার্থীর সংখ্যা | পাশের হার |
২০১০ | ৩০ | ৩০ | ১০০% |
২০১১ | ২৮ | ২৮ | ১০০% |
২০১২ | ৩৫ | ৩৫ | ১০০% |
২০১৩ | ৩৮ | ৩৮ | ১০০% |
২০১৪ | ৪৭ | ৪৭ | ১০০% |
বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন ও ভাল ফলাফল অর্জন।
শিক্ষার মান উন্নয়ন করা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস