কৈট্টা বালিকা উচ্চ বিদ্যালয়টি ধানকোড়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের কৈট্টা গ্রামে ১৯৯৩ সালে প্রশিকা, মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের সহযোগীতায় স্থাপিত হয়।
বর্তমানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষা দেওয়া হয়। এসএসসি পরীক্ষা বিদ্যালয়ের নামে দেয়া হয়।
স্থানীয় জনগণের সহযোগীতায় ও প্রশিকার অর্থায়নে নারী শিক্ষা অগ্রসর করার জন্য প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়।
সভাপতি : জনাব মো: আবুল কালাম আ: রউফ;
শিক্ষক প্রতিনিধি : জনাব জীবন চন্দ্র সরকার;
শিক্ষক প্রতিনিধি : জনাব মীর মো: মোস্তাফিজুর রহমান;
সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি :জনাব কবিতা সাহা;
অভিভাবক সদস্য : জনাব মো: নজরুল ইসলাম;
অভিভাবক সদস্য : জনাব মো:আ: মজিদ;
অভিভাবক সদস্য : জনাব মো:বাদশা মিয়া;
অভিভাবক সদস্য : জনাব মো: আমের আলী;
সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য : জনাব লায়লা পারভীন;
প্রতিষ্ঠাতা সদস্য : ড: কাজী ফারুক আহমেদ;
দাতা সদস্য : জনাব কাজী রায়হান উদ্দিন;
কো-অপ্ট সদস্য : জনাব মাহবুবুর রশিদ;
প্রধান শিক্ষক/সদস্য সচিব : জনাব গোলসান আরা বেগম।
পাশের হার
এসএসসি ২০১৩- ৮৯.২৯%
জেএসসি ২০১৩- ৭৫.৪৪%
বৃত্তি - ০২ জন
উপবৃত্তি - ৭২ জন
২০০৩ সালে উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে।
শতভাগ পাশ করা।
ঢাকা আরিচা মহাসড়কের নয়াডিংগী বাসস্ট্যান্ড হইতে দক্ষিণ দিকে ১.কি,মি, যেতে হবে।
১। বিচারপতি কাজী সফিউদ্দিন।
২।
৩।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস