১৯৭২ সনে কামতা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বিদ্যালয়টি ঢাকা- আরিচা মহাসড়কের পশ্চিম পাশে সটুরিয়া উপজেলার প্রবেশদ্বারে ধানকোড়া ইউনিয়নের কামতা-গোলড়া বাসস্ট্যান্ডে অবস্থিত। শুধু অবস্থানগত কারনে উন্নত যোগাযোগ বহন করে তা নয়। এর উন্নত গঠন কাঠামো ও মনোরম পরিবেশ, ফলজ ও বনজ বৃক্ষের সুনিবির ছায়ায় আচ্ছাদিত এক আকর্ষনীয় পরিবেশ। বিদ্যালয়টি লেখাপড়ার ক্ষেত্রে যেমন সুনাম করেছে তেমনি সহ পাঠক্রমিক কার্যবলীসহ কাবিং, স্টুডেন্ট কাউন্সলিং, ক্ষুদ্র ডাক্তার টিমের কার্যক্রমও প্রশংশার দাবীদার। নিজস্ব সাজসারঞ্জাম সমৃদ্ধ বিদ্যালয়টির উন্নয়ন ক্রমাগত বৃদ্ধি পাচ্চে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে কামতা গ্রামটি একটি বৃহৎ ও জনবহুল হওযার পর এ গ্রামেও কোন মাধ্যমিক বিদ্যালয়তো দুরের কথা কোন প্রাথমিক বিদ্যালয়ও ছিল না। কামতা গ্রামের প্রভাবশালী ব্যক্তি মরহুম জৈনু্দিন মাতব্বরের একটি জমি যা কামতা বাসস্ট্যান্ড সংলগ্ন অব্যবহৃত অবস্থায় ছিল। তিনি তার জমিটি বিদ্যালয় তৈরীর জন্য দান করেন। এতে ১, মো: আয়নুল হক ২। মো: আবুল কাশেম ৩। মো: মনোয়ার হোসেন, ৪। মো: মনোয়ার হোসেন (মানিক), ৪৮ ফুট একটি টিনের ঘর তৈরী করে বিদ্যালয়টি কাযর্ক্রম শুরু করেন। ১৯৭২ সালে বিদ্যালয়টি জাতীয় করন করা হয়।
ক্রমিক নং | নাম | পদবী | কমিটিতে পদবী |
১ | জনাব মোঃ সাইফুল ইসলাম | বিদ্যুৎসাহী পুরুষ | সভাপতি |
২ | জনাব মোঃ ইদ্রিস আলী | দাতা | সহ-সভাপতি |
৩ | জনাব মোঃ আবুল হোসেন | অভিভাবক পুরুষ | সদস্য |
৪ | জনাব মোঃ রেজাউল করিম | অভিভাবক পুরুষ | সদস্য |
৫ | জনাব মোসাঃ সুরাইয়া বেগম | অভিভাবক মহিলা | সদস্য |
৬ | জনাব মোসাঃ রহিমা খাতুন | অভিভাবক মহিলা | সদস্য |
৭ | জনাব মোঃ লুৎফর রহমান | ইউপি সদস্য | সদস্য |
৮ | জনাব মোঃ আব্দুল আজিজ | মাধ্যমিক শিক্ষক | সদস্য |
৯ | জনাব মোসা আসমা বেগম | বিদ্যুৎসাহী মহিলা | সদস্য |
১০ | জনাব মোসাঃ জোবায়দা খাতুন | শিক্ষক প্রতিনিধি | সদস্য |
১১ | জনাব মোঃ মোশারফ হোসেন | প্রধান শিক্ষক | সদস্য-সচিব |
২০০৯- ১০০%
২০১০- ১০০%
২০১১- ১০০%
২০১২- ১০০%
২০১৩- ১০০%
নাই।
বিগত বছরগুলোতে আন্ত:প্রাথমিক ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ক্রীড়া ও সাংকৃতিক প্রতিযোগীতায় প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে সুনাম ার্জন করেছে। অত্র প্রতষ্ঠানটি ২০১৩ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় উপজেলা পর্যায়ের ফলাফলে প্রথম স্থান অধিকার করেছে।
কামতা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি জনবহুল এলাকায প্রতিষ্টিত। সংগত কারনে ছাত্র-ছাত্রী অধিক। বিধায় অবকাঠামো জরুরী উন্নয়ন করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা হচ্ছে।
বিদ্যালয়টি ঢাকা- আরিচা মহাসড়কের পশ্চিম পাশে সটুরিয়া উপজেলার প্রবেশদ্বারে ধানকোড়া ইউনিয়নের কামতা-গোলড়া বাসস্ট্যান্ডে অবস্থিত। বিধায় কামতা গোলড়া বাস্ট্যান্ড হতে পায়ে হেটে যাওয়া যায়।
১। মো: নজরুল ইসলাম রিপন ---- ট্যালেন্টপুল
২। মো: রাকিবুল ইসলাম---- ট্যালেন্টপুল
৩। মো: বাহাদুর আলী ---- ট্যালেন্টপুল
৪। মো: নজরুল ইসলাম---- ট্যালেন্টপুল
৬। মো: মহিদুর রহমান---- ট্যালেন্টপুল
৭। রিপন মিয়া---- ট্যালেন্টপুল
৮। সোমা আক্তার---- ট্যালেন্টপুল
৯। সামিয়া রহমান ---- ট্যালেন্টপুল
১০। শারমিন আক্তার---- ট্যালেন্টপুল
১১। সাথী আক্তার---- ট্যালেন্টপুল
১২। হাবিবা আক্তার---- ট্যালেন্টপুল
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস