মানিকগঞ্জ জেলাধীন সাটুরিয়া উপজেলার অমত্মর্গত ফুকুরহাটি ইউনিয়ন মূলত ধলেশ্বরী নদী বিধৌত চরাঞ্চল । যোগাযোগ ব্যবস্থা মোটেই ভাল ছিল না বিধায় লেখাপড়া- শিক্ষা দীক্ষায় পিছিয়ে ছিল। অধিকন্তু অত্র ইউনিয়নে কোন উচ্চ বিদ্যালয় ছিল না । এহেন পরিস্থিতিতে অত্র এলাকার মান উন্নয়নকল্পে স্বাধীনতার পরে ধলেশ্বরী নদীর তীর ঘেষে জেগে ওঠা চর জান্না গ্রামে ১৯৭৩ সালে অত্র অঞ্চলের আপামর জন সাধারণের প্রচেষ্টায় স্থাপিত হয় জান্না আদর্শ উচ্চ বিদ্যালয় ।
মানিকগঞ্জ জেলাধীন সাটুরিয়া উপজেলার অমত্মর্গত ফুকুরহাটি ইউনিয়ন মূলত ধলেশ্বরী নদী বিধৌত চরাঞ্চল । যোগাযোগ ব্যবস্থা মোটেই ভাল ছিল না বিধায় লেখাপড়া- শিক্ষা দীক্ষায় পিছিয়ে ছিল। অধিকন্তু অত্র ইউনিয়নে কোন উচ্চ বিদ্যালয় ছিল না । এহেন পরিস্থিতিতে অত্র এলাকার মান উন্নয়নকল্পে স্বাধীনতার পরে ধলেশ্বরী নদীর তীর ঘেষে জেগে ওঠা চর জান্না গ্রামে ১৯৭৩ সালে অত্র অঞ্চলের আপামর জন সাধারণের প্রচেষ্টায় স্থাপিত হয় জান্না আদর্শ উচ্চ বিদ্যালয় । বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্নে, যাদের বলিষ্ঠ নেতত্বে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে , তাদের পুরোধা ছিলেন জনাব মোঃ ফজলুর রহমান ( বি.এসসি.), প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক , বর্তমান চেয়ারম্যান , ফুকুরহাটি ইউনিয়ন পরিষদ, ও জনাব নায়েব আলী মাষ্টার প্রতিষ্ঠাতা সভাপতি।
এছাড়া আরো যাঁরা অগ্রনী ভহমিকা পালন করেন তাঁরা হলেন - জনাব মোঃ আফতাব উদ্দিন মাষ্টার , জনাব মোঃ আজাহার আলী মাষ্টার, জনাব মোঃ কিফত আলী মেম্বার , জনাব মোঃ আববাছ আলী মেম্বার , জনাব মোঃ রহিমুদ্দিন মাতবর , জনাব মোঃ আনিছ , জনাব মোঃ জোনাব আলী মাষ্টার , জনাব মোঃ সাইফুল ইসলাম মাষ্টার , এছাড়া আরো অনেকে।
পরিচালনা কমিটির তথ্যঃ
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | এ্যাডঃ আব্দুল মজিদ ফটো | সভাপতি |
০২ | এ.এস.এম. আউলাদ হোসেন | সচিব |
০৩ | মোঃ আফাজ উদ্দিন | শিক্ষক প্রতিনিধি |
০৪ | মোঃ আব্দুস সালাম | ’’ |
০৫ | শুভ্রা হালদার | ’’ |
০৬ | মোঃ আব্দুল হালিম | অভিভাবক সদস্য |
০৭ | মোঃ আব্দুস সামাদ | ’’ |
০৮ | মোঃ সাদেক আলী | ’’ |
০৯ | মোঃ আলিমুদ্দিন | ’’ |
প্রনয়ন করা হচ্ছে ।
শিক্ষার মান উন্নত করা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস