প্রতিষ্ঠানটি খুব প্রাচীন এবং ঐতিহ্যবাহী দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনে অবদান রেখে চলছে। স্বাধীনতা সংগ্রামেও রয়েছে এর ঐতিহাসিক অবদান।
১৯২২ সালে বিদ্যালয়টি স্থাপিত। ব্রিটিশ আমল থেকে লেখাপড়া শিখানোর কাজটি অদ্যাবধি করে আসছে।
ক্রমিক নং | নাম | পদবী | কমিটিতে পদবী |
১ | জনাব মোঃ শাখাওয়াত হোসেন | বিদ্যুৎসাহী পুরুষ | সভাপতি |
২ | জনাব মোঃ মাহতাব উদ্দিন | দাতা | সহ-সভাপতি |
৩ | জনাব মোঃ আব্দুল মান্নান | অভিভাবক পুরুষ | সদস্য |
৪ | জনাব মোঃ আনোয়ার হোসেন | অভিভাবক পুরুষ | সদস্য |
৫ | জনাব মোসাঃ সুলতানা ইয়াসমিন লুছি | অভিভাবক মহিলা | সদস্য |
৬ | জনাব মোসাঃ ফরিদা পারভীন | অভিভাবক মহিলা | সদস্য |
৭ | জনাব মোঃ তারা মিয়া | ইউপি সদস্য | সদস্য |
৮ | জনাব মোঃ মোস্তাফিজুর রহমান | মাধ্যমিক শিক্ষক | সদস্য |
৯ | জনাব মোসা সালমা আক্তার | বিদ্যুৎসাহী মহিলা | সদস্য |
১০ | জনাব মোসাঃ সহিদা আক্তার | শিক্ষক প্রতিনিধি | সদস্য |
১১ | জনাব মোঃ আতাউর রহমান | প্রধান শিক্ষক | সদস্য-সচিব |
সন | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা | শতকরা হার |
২০০৯ |
|
| ১০০% |
২০১০ |
|
| ১০০% |
২০১১ |
|
| ১০০% |
২০১২ |
|
| ১০০% |
২০১৩ |
|
| ১০০% |
বৃত্তি প্রাপ্ত সংখ্যা ২০১৩ সনে মোট ০৪ জন।এর মধ্যে ট্যালেন্টপুলে ০৩ জন সাধারণ ০১ জন। এ অর্জনে সকল মহলের কাছে গৌরবের মনে হয়েছে।
প্রতিষ্ঠানটি খুব প্রাচীন। এখানকার বহু ছাত্র-ছাত্রী ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্য হিসেবে গড়ে উঠেছে।
২০১০ খ্রিঃ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে ১ম ও জেলা পর্যায়ে রানর্সআপ ট্রফি অর্জন করে।
প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুন্ন রাখতে হবে। প্রাথমিক সমাপনী পরীক্ষায় যাতে শতভাগ শিশু এ+ পায় তা করার পরিকল্পনা রয়েছে। প্রতিবছর যেন বৃত্তি পায়। এ বিদ্যালয়টিকে স্বনামধন্য আদর্শ প্রাথমিক বিদ্যালয়-এ রুপান্তর করতে হবে।
ঢাকা আরিচা মহাসড়ক হতে কৈট্টা বাজার হয়ে রিক্সা অথবা টেম্পোযোগে প্রায় ২.০০ কিমি.।
১। মোঃ মোশারফ হোসেন।
২। মোহম্মদ হোসেন।
৩। মোদাচ্ছের হোসেন মামুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস