গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
সাটুরিয়া, মানিকগঞ্জ।
saturia.manikganj.gov.bd
নং ০৫.৩০.৫৬৭০.৩০১.১৬.০৩৫.১৬- তারিখঃ ১০/০২/২০১৬ খ্রিঃ।
সভার নোটিশ
আগামী ১৫/০২/ ২০১৬ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা আইনশৃংখলা কমিটির ফেব্রম্নয়ারী ২০১৬ মাসের মাসিক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সভাপতিত্ব করবেন জনাব হাসান মূর্তাজা মাসুম, উপজেলা নির্বাহী অফিসার, সাটুরিয়া, মানিকগঞ্জ।
উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
আলোচ্য সূচীঃ
০১। পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।
০২। উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি এবং সংগঠিত অপরাধ পর্যালোচনা।
০৩। মাদক নিরোধ অভিযান/ মোবাইল কোর্ট সংক্রামত্ম পরিস্থিতি পর্যালোচনা।
০৪। থানায় দায়েরকৃত মামলা ও মামলার তদমত্ম অগ্রগতি সংক্রামত্ম পর্যালোচনা।
০৫। বিবিধ।
স্বাক্ষরিত/-
হাসান মূর্তাজা মাসুম
............................. ............................. ............................. সাটুরিয়া, মানিকগঞ্জ। | উপজেলা নির্বাহী অফিসার সাটুরিয়া, মানিকগঞ্জ। ফোনঃ ০২-৭৭২৫২২২
|
নং ০৫.৩০.৫৬৭০.৩০১.১৬.০৩৫.১৬- তারিখঃ ১০/০২/২০১৬ খ্রিঃ।
অনুলিপিঃ
০১। জনাব জাহিদ মালেক, এম.পি. ও মাননীয় প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
০২। জেলা প্রশাসক, মানিকগঞ্জ।
০৩। জনাব মোঃ বসির উদ্দিন ঠান্ডু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সাটুরিয়া, মানিকগঞ্জ।
০৪। ভাইস চেয়ারম্যান/ মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সাটুরিয়া, মানিকগঞ্জ।
০৫। অফিস কপি।
উপজেলা নির্বাহী অফিসার
সাটুরিয়া, মানিকগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস