সাটুরিয়ার উল্লেখযোগ্য নদী ধলেশ্বরী ও গাজীখা্লি ।ধলেশ্বরী নদীর খাত প্রাচীন।সুদুর অতীত থেকে এ নদী সাটুরিয়ার মধ্য দিয়ে প্রবাহমান। টাঙ্গাইল জেলার দেলদুয়ার উত্তরে ও নাগরপুর দক্ষিণে রেখে ধলেশ্বরী দক্ষিণমুখী হয়ে সাটুরিয়া উপজেলায় প্রবেশ করত দুটি শাখায় বিভক্ত হয়েছে। যুগে যুগে ধলেশ্বরী নদী চলার পথে অসংখ্য শাখা -প্রশাখা এ অঞ্চলের ভূভাগকে জালের মত ঘিরে রেখেছে।কালে কালে সেসমস্ত শাখা -প্রশাখার অনেকগুলোই নাব্যতা হারিয়ে মজা ভূমিতে পরিণত হয়েছে।গাজীখা্লি ধলেশ্বরীর অন্যতম প্রধান শাখা নদী। ভা্ওয়ালের বিখ্যাত গাজীদের নামানুসারেই সম্ভবত এ নদীর নামকরণ করা হয়েছে গাজীখা্লি । গাজীখা্লি সাটুরিয়া উপজেলার সাটুরিয়ার নিকট ধলেশ্বরী থেকে বের হয়ে পূব -দক্ষিণে বারবুন,বাসুট,গাউলা,হাটফোরার মধ্য দিয়ে দোতরা ,মালটিয়া ,চারি,কল্লা,ইরতা এবং সিংগাইর উপজেলার উত্তর সীমান্তে ধলেশ্বরীর সামান্য উত্তরে সুদার,খোরগোয়া, চরসংগঙ্গার,ফোরড নগর ও সোয়াপাড়ার উত্তরে ধলেশ্বরীতে মিলেছে।গাজীখা্লি একসময় গুরুত্বপূণ নদী ছিল।এখন তা বরষাকালীন ক্ষীণধারা মাত্র।শুষ্ক মৌসুমে এর নাব্যতা থাকে না।বিশ শতকের প্রথম দশকেই ধলেশ্বরী নয়াপাড়া থেকে মকিমপুর পযন্ত গাজীখা্লির প্রবাহ গ্রাস করে ফেলে।এতে গাজীখা্লির খাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং নিম্ন প্রবাহটি সম্পূন অস্তিত্ব হারিয়ে ফেলে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS