প্রাচীনকাল থেকেই সাটুরিয়া উপজেলার জনোগাষ্ঠী ক্রীড়ামোদী। এখানে প্রতিবছরই বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এখানকার জনপ্রিয় খেলার মধ্যে বর্তমানে হাডুডু ও ফুটবলের আধিপত্য দেখা গেলেও অন্যান্য খেলাও পিছিয়ে নেই।সাটুরিয়ায় বেশ কয়েকটি খেলার মাঠ রয়েছে। এর মধ্যে বালিয়াটি আই সি মাঠ ,বরাইদ-ছনকা মাঠ,দিঘলীয়া মাঠ,দড়গ্রাম উ: বিদ্যালয় মাঠ, সাটুরিয়া বালক/বালিকা উ: বিদ্যালয় মাঠ, ধানকোড়া উ: বিদ্যালয় মাঠ,ধানকোড়া মহিষা লোহা মাঠ,জান্না উ: বিদ্যালয় মাঠ, কান্দাপাড়া মজিবর রহমান উ: বিদ্যালয় মাঠ উল্লেখযোগ্য। সম্প্রতি অত্যন্ত আড়ম্বর ও উৎসবমুখর পরিবেশে গ্রামীণ খেলাধূলা অনুষ্ঠিত হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS