ধলেশ্বরী, গাজীখালী ও কালিগঙ্গা বিধৌত সাটুরিয়া উপজেলার ইতিহাস আজো নানা রহস্যের অন্তরালে নিমজ্জিত। শতাব্দীর পর শতাব্দী ধরে সাটুরিয়ায় কত জাতির আগমন নির্গমন ঘটেছে, কত রাজা আড়ম্বরে রাজতব করেছে, হয়েছে ক্ষমতার হাতবদল, ঘটেছে রাজনৈতিক উত্থান-পতন ও রক্তক্ষয়ী বিপ্লব। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বালিয়াটি জমিদার বাড়ীর সুরম্য অট্টলিকা। এ এলাকায় বৃহৎ আয়তনের পুকুর, বিভিন্ন বৃক্ষরাজি পূর্ণ বৃহৎ আকারের বাগান ও সুন্দর উচ্চ বিদ্যালয় ভবন এসব নিদর্শন জমিদারগণের বিলাসী ও জাকজমকপূর্ণ জীবনযাপন ও শিক্ষার প্রতি অনুরাগ প্রমাণ করে।
বর্তমানে তথ্য-প্রযুক্তির মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা দ্রম্নত পৌছানোর ক্ষেত্রে উপজেলা এবং ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র সমূহ অগ্রণীভূমিকা পালন করছে। সাধারণ জনগণ, জনপ্রতিনিধি, সুধিসমাজ ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নয়নমুখী আলোকিত সাটুরিয়া গঠনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
নাহিদ ফারজানা সিদ্দিকী
উপজেলা নির্বাহী অফিসার
সাটুরিয়া,মানিকগঞ্জ ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS